হিসাববিজ্ঞানে ব্যবহৃত ৩টি সি | ‘3 C’ Used in Accounting

3 C used in accounting

1.Cost Principle, 2.Conservatism & 3.Consistency Principle

১। ক্রয় মূল্য নীতি ( Cost Principle) :

কারবারের স্থায়ী সম্পত্তিকে অবসায়ন/বাজার. নিরপেক্ষ মূল্যে না দেখিয়ে ক্রয়মূল্যের( (ঐতিহাসিক মূল্যের) ভিত্তিতে লিপিবদ্ধ করার নীতিকেই ক্রয়মূল্য নীতি বলে। আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি স্থায়ী সম্পত্তি যতদিন না বিক্রয় করা হচ্ছে ততদিন বাজার মূল্যে প্রদর্শন না করে ক্রয়মূল্যে প্রদর্শন করা হয় হিসাববিজ্ঞানের ক্রয় মূল্য নীতি অনুসারে। চলমান প্রতিষ্ঠান ধারণা ক্রয়মূল্য নীতিকে সমর্থন করে। হিসাবরক্ষণে ক্রয়মূল্য নীতি/ঐতিহাসিক মূল্য নীতি অনুসরণ করা এ জন্য যে, (১) ক্রয়মূল্য নির্ভরযোগ্য পরিমাপযোগ্য (Reliable) (২) কোন সম্পত্তি অর্জ নের সময় বিনিময় মূল্য (ক্রয়মূল্য) পরিমাপ করা যায় অর্থাৎ পরিমাপযোগ্য (Can be objectively measured) এবং (৩) ক্রয় মূল্যের সত্যতা যাচাই করা যায় (Can be verified) । তবে ক্রয় মূল্য নীতি /ঐতিহাসিক মূল্য নীতির কিছু অসুবিধা আছে,যেমন: ১. কখনও কখনও ক্রয়মূল্য অপ্রাসঙ্গিক, ২. বাজার মূল্য অপেক্ষা কম তথ্য সরবরাহ করে, ৩. প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশে অক্ষম। 

২। রক্ষণশীলতা রীতি (Conservatism Constraint):

হিসাবরক্ষণের ক্ষেত্রে সম্ভাব্য আয় বা লাভের চেয়ে সম্ভাব্য খরচকে বেশি গুরুত্ব দেয়াই রক্ষণশানা বাঁধা (Conservatism Constraint)। রক্ষণশীল প্রথা এটা নির্দে শ করে যে, যে ক্ষেত্রে কোন বিষয়ে  সন্দেহ থাকে সে ক্ষেত্রে এমন পদ্ধতি বাছাই বা প্রয়োগ করা যাতে সম্পত্তি ও নীট আয় (মুনাফা) কম দেখানো হয়। যেমন:এ প্রথা অনুসারে সমাপনী মজুত পণ্যের ক্রনামূল্য (বা উৎপাদন মূল্য) ও বাজার মূল্যের মধ্যে ছোট/কমটি হিসাবভুক্ত করা হয়। দ্রব্য মূল্য বৃদ্ধির সময় মজুদ পণ্য মূল্যায়নে লিফো পদ্ধতির ব্যবহার, স্থায়ী সম্পত্তির অবচয় নির্ধারণে গতিবধক অবচয় পদ্ধতি ব্যবহার রক্ষণশীল প্রথার উদাহরণ।

৩। সামঞ্জস্যতার নীতি (Consistency Principle):

ব্যবসায়ে একই হিসাব পদ্ধতি অবিরামভাবে প্রয়োগ করার নীতিই হলো Consistency Principle, এক হিসাবকাল থেকে অন্য হিসাবকালে হিসাববিজ্ঞানের একই নীতি অনুসরণ করাই সামঞ্জস্যতার নীতি। উদাহরণ: স্থায়ী সম্পত্তির অবচয় নির্ধারণে সরলরৈখিক বা ক্রমহ্রাসমান বা অন্য যে পদ্ধতিই ব্যবহার করা হোক না কেন সকল হিসাবকালে সেই একই পদ্ধতি ব্যবহার করতে হবে, মজুদ পণ্যের মূল্য নির্ধারণে FIFO, LIFO বা Average যে পদ্ধতিই ব্যবহৃত করা হোক না কেন সকল হিসাবকালে সেই একই পদ্ধতি ব্যবহার করতে হবে।

MD. KAMRUZZAMAN, LECTURER IN ACCOUNTING
Reference:Probitra Kumer Das
Facebook
Twitter
LinkedIn

অর্থনীতি ও বানিজ্যিক ভূগোল এর ফাইনাল সাজেশন||PDF

অর্থনীতি ও বানিজ্যিক ভূগোল ফাইনাল সাজেশন: পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সব শিক্ষার্থীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, বিশাল সিলেবাসের

Read More »

এমপিও শিক্ষকদের স্বয়ংক্রিয় বদলী সফটওয়্যার চালু। নীতিমালা ও শর্তাবলী -২০২৫।

এমপিও শিক্ষকদের বদলী নীতিমালা-২০২৫ এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের সফটওয়্যারের মাধ্যমে বদলি নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে প্রতি প্রতিষ্ঠান থেকে দুইজন শিক্ষকের

Read More »

What is relevant cost analysis ? প্রাসঙ্গিক ব্যয় বিশ্লেষণ কি ?

ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো প্রাসঙ্গিক ব্যয় বিশ্লেষণ (Relevant Cost Analysis)। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমে

Read More »

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top