অর্থনীতি ও বানিজ্যিক ভূগোল ফাইনাল সাজেশন:
পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সব শিক্ষার্থীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, বিশাল সিলেবাসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। তাই আপনাদের সুবিধার জন্য, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের ফাইনাল সাজেশন নিয়ে আমাদের এই বিশেষ পোস্ট। এখানে আমরা এ বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, ধারণা এবং সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব, যা আপনাদের প্রস্তুতিকে আরও সুসংহত করতে সাহায্য করবে।

ফাইনাল সাজেশন:
অর্থনীতি :
রচনামূলক প্রশ্ন (যে কোন ৩ টি প্রশ্নের উত্তর দিতে হবে)
১। অর্থনীতি কাকে বলে। অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
২। একটি সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যাবলী কিকি? অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কমপর্যায় গুলো আলোচনা কর।
৪। চাহিদার স্থিতিস্থাপকতা কি? চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপে রেখাচিত্রটি ব্যাখ্যা কর।
৫। সম্পদ কাকে বলে। সম্পদের বৈশিষ্ট্য গুলো কি কি।
৬। উপযোগ কাকে বলে। উপযোগের শ্রেনী বিভাগসমূহ আলোচনা কর। উপযোগ বিধিটি চিত্রসহ ব্যাখ্যা কর
৭। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ এর মধ্যে সম্পর্ক লিখ।
৮। উপযোগ বিধিটি চিত্রসহ ব্যাখা কর
৯। জাতীয় আয়ের সংজ্ঞা দাও। জাতীয় আয়ের গুরুত্ব আলোচনা কর।
১০। বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয়ের কারন কি? মাথাপিছু আয় বৃদ্ধির উপায় কিকি।
১১ মুদ্রাস্ফীতি বলতে কি বুঝ। বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারন কি কি।
১২। বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো কি কি ও ব্যয়ের খাত সমূহ কি কি।
১৩। প্রত্যক্ষ কর বলতে কি বুঝ। প্রত্যক্ষ করের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
সংক্ষিপ্ত প্রশ্ন (যে কোন ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে)
১। ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?
২। অর্থনীতিতে দুষ্পাপতা বলতে কি বুঝ।
৩। উপযোগ বলতে কি বুঝ।
৪। মূল্য ও দামের মধ্যে পার্থক্য দেখাও।
৫। সুদের হার কি শূন্য হতে পারে? বুঝিয়ে লিখ।
৬। মোট মুনাফা ও নিট মুনাফার মধ্যে পার্থক্য দেখাও
৭। মোট জাতীয় উৎপাদন ও নিট জাতীয় উৎপাদন এর মধ্যে পার্থক্য দেখাও।
৮। মূল্য সংযোজন কর কী?
৯। মোট দেশজ উৎপাদন বলতে কি বুঝায়।
১০। চাহিদা বিধির ব্যাডক্রম গুলো লিখ।
১১। প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর বলতে কি বুঝ।
১২। সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সর্ম্পক নিরুপন কর।
১৩। যোগান ও মজুদের মধ্যে পার্থক্য নিরুপন কর
১৪। ভোক্তার উদ্বৃত্ত কাকে বলে
১৫। বিভিন্ন পেশার মজুরি হারের পার্থক্যের কারন লেখ।
বানিজ্যিক ভূগোল:
রচনামুলক প্রশ্ন (যে কোন ২ টি প্রশ্নের উত্তর দিতে হবে)
১। বানিজ্যিক ভুগোল কাকে বলে। বানিজ্যিক ভুগোলের আওতা /পরিধি/ক্ষেত্র সমহ আলোচনা কর
২। অর্থনীতি ও বানিজ্যিক ভূগোলের মধ্যে সর্ম্পক নিরুপন কর।
ব্যবসা বানিজ্যের উপর ভৌগলিক পরিবেশের প্রভাব আলোচনা কর।
৪। মৌসুমী জলবায়ু কাকে বলে। মৌসুমী জলবায়ুর বৈশিস্ট্য আলোচনা কর।
৫। ব্যবসা বানিজ্যের উপর ভৌগলিক পরিবেশের প্রভাব আলোচনা কর।
৬। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।
৭। বাংলাদেশে ত্ব কৃষির অনগ্রসরতার কারন ও প্রতিকার আলোচনা কর।
সংক্ষিপ্ত প্রশ্ন (যে কোন ২ টি প্রশ্নের উত্তর দিতে হবে)
১। বানিজ্যিক ভূগোলের গুর গুরুত্ব সংক্ষেপে লিখ।
২। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য দেখাও।
৩। প্রাচ্যের ডান্ডি কাকে এবং কেন বলা হয়।
৪। ওপেক (ঙচঊঈ) বলতে কি বুঝায়
৫। পৃথিবীর রুটির ঝুড়ি বলতে কি বুঝ।
৬। বাংলাদেশের সড়ক পরিবহনের গুরুত্ব উল্লেখ কর।
৭। বাংলাদেশের শের বন্যার কারনসমূহ সংক্ষেপে লিখ।
৮। প্রাকৃতিক পরিবেশের উপাদান কী কী।
৯। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কি কি?
১০। বাংলাদেশের ভৌগলিক অবস্থান উল্লেখ কর।
চূড়ান্ত প্রস্তুতির জন্য কিছু বাড়তি টিপস
পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র: বিগত কয়েক বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করুন। এতে প্রশ্নের ধরণ ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ধারণা পাবেন।
সময় ব্যবস্থাপনা: প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করে অনুশীলন করুন।
নোট তৈরি: প্রতিটি গুরুত্বপূর্ণ টপিকের উপর সংক্ষিপ্ত নোট তৈরি করুন। পরীক্ষার আগে দ্রুত রিভিশনের জন্য এটি সহায়ক হবে।
পরিষ্কার উপস্থাপনা: খাতায় উত্তর লেখার সময় পরিষ্কার ও গুছিয়ে লিখুন। ডায়াগ্রাম ও ফ্লোচার্ট ব্যবহার করলে উত্তর আরও কার্যকর হবে।
নিয়মিত রিভিশন: পরীক্ষার আগে নিয়মিত রিভিশন করুন যাতে শেখা বিষয়গুলো মনে থাকে।
আমরা আশা করি, এই সাজেশনটি আপনাদের অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল পরীক্ষার প্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখবে। মনে রাখবেন, সাজেশন কেবল একটি দিকনির্দেশনা মাত্র; ভালো ফলাফলের জন্য সিলেবাসের প্রতিটি অংশ মনোযোগ দিয়ে পড়া অপরিহার্য।
প্রতিটি বিষয়ের সাজেশন পেতে প্রতিনিয়ত ওয়েব সাইটে ভিজিট করুন। কোন জিজ্ঞাসা থাকলে কমেন্টস করুন।
সাজেশনটি (PDF) ডাউনলোড করুন:
অর্থনীতি ও বানিজ্যিক ভূগোল এর ফাইনাল সাজেশন||PDF
অর্থনীতি ও বানিজ্যিক ভূগোল ফাইনাল সাজেশন: পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সব শিক্ষার্থীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, বিশাল সিলেবাসের
এমপিও শিক্ষকদের স্বয়ংক্রিয় বদলী সফটওয়্যার চালু। নীতিমালা ও শর্তাবলী -২০২৫।
এমপিও শিক্ষকদের বদলী নীতিমালা-২০২৫ এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের সফটওয়্যারের মাধ্যমে বদলি নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে প্রতি প্রতিষ্ঠান থেকে দুইজন শিক্ষকের
What is Capital Budgeting || Importance of Capital Budgeting.
What is Capital Budgeting: Capital budgeting is the process of evaluating and selecting long-term investments to make the most effective monetary
What is Financial Management? Function of Financial Management.
What is Financial Management? In business, cash is king. How a corporation or business arranges, obtains, spends, and protects its money
What is relevant cost analysis ? প্রাসঙ্গিক ব্যয় বিশ্লেষণ কি ?
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো প্রাসঙ্গিক ব্যয় বিশ্লেষণ (Relevant Cost Analysis)। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমে
What is accounts receivable | প্রাপ্য হিসাব কি? বিস্তারিত।
প্রাপ্য হিসাব বলতে কি বুঝ? প্রাপ্য হিসাব (Accounts Receivable) হলো সেই অর্থ যা কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার গ্রাহকদের কাছে পণ্য